ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ ডা. শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে অধ্যক্ষ ডা. শাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ডা. সাহেনা আক্তার মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলনে অংশ না নিতে নানা ভাবে হুমকি দিয়েছিলেন। তখন তিনি মামলার ভয়ও দেখান।
তারা আরও বলেন, কথায় কথায় শিক্ষার্থীদেরকে ভর্তি বাতিলের ভয় দেখান অধ্যক্ষ। আমরা আর অধ্যক্ষের দায়িত্বে তাকে দেখতে চাই না। অধ্যক্ষ পদত্যাগ না করলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুশিয়ারিও দেন।
কলেজের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা প্রতিদিনের মত সকাল আটটায় হাজিরা দিতে যাই। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কলেজের প্রশাসনিক ভবনের মেইন গেটে তালা দিয়ে দেয়। যার ফলে কলেজ অধিভুক বায়োমেট্রিক হাজিরা দিতে পারেনি। আর পারেনি কোন কর্মকর্তা কর্মচারীও।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
আইএমই/এমএফও