চট্টগ্রাম মেডিকেলে ৫ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫ দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে আটটায় মেডিসিন ওর্য়াডের বহিঃবিভাগ থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার দুরদুরী গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৩১), চকবাজার থানার বড়মিয়া মসজিদ এলাকার বাসিন্দা আব্দুর রসিদের ছেলে আবু কালাম (৩২), চান্দগাঁও থানার বলির হাট এলাকার বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন, বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার আবু তাহেরের ছেলে গোলাম কিবরিয়া (২৪) ও চকবাজারের স্বপন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে মেডিসিন বহিঃবিভাগ থেকে পাঁচজন দালালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আটককৃতরা চট্টগ্রাম মেডিকেলে আসা অসহায় রোগীদের উন্নত চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার কথা বলে প্রাইভেট মেডিকেল বা ডায়াগনেস্টিক সেন্টারে নিয়ে যেতো। বেসরকারী এসব প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি রয়েছে। রোগীর মাথাপিছু ও বিলের উপর নির্দিষ্ট হারে কমিশন পেতেন তারা।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm