চট্টগ্রাম মেডিকেলে এসি চুরির সময় কর্মচারীসহ ২ জন আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এসি চুরির সময় দুই চোরকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম মেডিকেলে তিনটি নতুন এসি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মচারীসহ দুজনকে আটক করেন মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূরুল আলম আশেক।

আটক দুজনের নাম নূর হোসেন ও মিলন। মিলন হাসপাতালের অফিস সহায়ক। কিন্তু তিনি গাইনি ওয়ার্ডের সিজারিয়ান বিভাগে কাজ করতেন। তবে নূর হোসেন বহিরাগত ছিলেন বলে জানা গেছে।

হাসপাতালের উপপরিচালক অংসুইপ্রু মারমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি শুনেছি দুজন এসি চোর ধরা পড়েছে গাইনি ওয়ার্ডে। একজন আমাদের চতুর্থশ্রেণির কর্মচারী। তবে আরেকজনের নাম আমি জানি না। আমি খোঁজ নিয়ে দেখছি।’

এ বিষয়ে জানতে একাধিকবার চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেকের মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি কল রিসিভ করেননি।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm