চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লায়লা নাসরিন (৩৪) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। লায়লা নাসরিন নগরীর বাকলিয়ায় ভাড়া বাসায় থাকেন। বাড়ি পটিয়ার ভাঙ্গাপাড়া এলাকায়।
সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দীর্ঘদিন ধরে লায়লা নাসরিন মেডিকেল থেকে রোগীকে নানা কৌশলে নির্দিষ্ট ল্যাবে নিয়ে যেত।
যেখান থেকে সে মাস ভিত্তিক মাসোহারা পেত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ইনসিলারি বিল্ডিংয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএমই/এমএফও