চট্টগ্রাম মেডিকেলের সিসি ক্যামেরা দেখে ২ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের নৈরাজ্য থেকে বাঁচতে সিসিটিভি বসানো হয়েছে। এই ক্যামেরা দেখেই দুই দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন নোয়াখালী মাইজদী এলাকার আবুল হোসেনের ছেলে শফিক (৪০) এবং পটিয়ার কেলিশহর সেন বাড়ি এলাকার সুশীলের ছেলে প্রবীর (৫০)।

s alam president – mobile

এই বিষয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দীর্ঘদিন ধরে দালালদের নৈরাজ্য চলছিল। দালালদের ধরতে গাইনি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আজ দুই দালালকে হাতেনাতে আটক করা হয় সিসিটিভি দেখে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!