চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে বকশিসের টাকার ভাগ নিয়ে কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপরজনকে আটক করেছে পুলিশ।
নিহত মর্গ কর্মচারী হলেন মো. ইলিয়াস (৪৭)। এ ঘটনায় আটক অপর কর্মচারীর নাম সমীরণ।
সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় মর্গের সামনে এই মারামারির ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘নিহত ইলিয়াস এবং সমীরণ চট্টগ্রাম মেডিকেলের মর্গে কাজ করতেন। রোববার সন্ধ্যায় বকশিসের টাকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইলিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দেন সমীরণ। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াস। এরপর হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।’
সমীরনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর মামলার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান ওসি সন্তোষ কুমার চাকমা।
আইএমই/ডিজে