চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীনতম এই মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক (মেডিসিন) ডা. মোহাম্মদ জসিম উদ্দীন।
বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
২০২১ সালের ২০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. সাহেনা আক্তার। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর শিক্ষার্থীদের একাংশ তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিল।
সিপি