চট্টগ্রাম মেডিকেলের নতুন শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের গল্প শোনাবেন বাবর আলী

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হওয়া ১ম বর্ষের (৬৬তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার (৫ জুন)। এতে ডা. মো. বাবর আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে এভারেস্ট জয়ের গল্প শোনাবেন।

নতুন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠান সকাল ১০টায় কলেজের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে।

এছাড়াও সম্প্রতি পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডা. মো. বাবর আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে এভারেস্ট জয়ের গল্প শোনাবেন।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন কলেজ কর্তৃপক্ষ।

তবে অনুষ্ঠান উপলক্ষে নবীন শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনাও রয়েছে।

অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট আগে নবীন শিক্ষার্থীদের মেডিকেল এপ্রোন পরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে হবে। একইদিন পরিচিতি ক্লাস শেষে হোস্টেল সিটের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠান বরকত লেকচার গ্যালারী (ছাত্রী) ও সালাম লেকচার গ্যালারীতে (ছাত্র) অনুষ্ঠিত হবে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm