চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ এর সাথে বেড়েছে পাসের হারও

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি পাস করেছে।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৩৯৩ জন। যা গতবারের তুলনায় ১ হাজার ৬১৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে ১ হাজার ৪৮টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। যা গতবারের চেয়ে ৫ হাজার ৭৭৭ জন কম।
এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেশি গত বছরের তুলনায়। গত বছর যা ৭৮ দশমিক ১১ শতাংশ ছিল।

রোববার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ৯ হাজার ৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।’

প্রসঙ্গত, ঢাকা সিটি নির্বাচনের কারণে দুদিন পিছিয়ে গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ৫ মার্চ। আবার করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতির কারণে ফল প্রকাশেও কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ দুটোই আগের বছরের চেয়ে বেশি।

এসআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm