চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে এক ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।

বুধবার (১৮ মে) অচেতন অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ভিতরে অতিরিক্ত ঘুমের ওষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক ছাত্রী।

তার রুমমেটরা বিষয়টি জানতে পারলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

পরে তাকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm