চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারও করোনা হলে চিকিৎসা পাবে দুই হাসপাতালে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হলে নগরীর দুটি হাসপাতালে দেওয়া হবে চিকিৎসা।

আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চান্দগাঁও থানার শমসের পাড়ার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নির্দেশনায় এ দুটি হাসপাতালে চিঠিও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দু-একদিনের মধ্যেই এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সে অনুযায়ী হাসপাতাল, অক্সিজেন, আইসিইউ সংকটও প্রকট হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে যেন চিকিৎসা নিশ্চিত করা যায় সে জন্য দুটি হাসপাতালের সঙ্গে আমরা কথা বলেছি।’

উপাচার্য আরও বলেন, ‘এ জন্য আমরা চট্টগ্রাম শহরের দুটি হাসপাতাল আমরা বাছাই করেছি। আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও চান্দগাঁও এলাকার শমসের পাড়ায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। এ বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে। কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় ও এ দুটি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আওতাধীন মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm