চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক হয়েছেন। তার কাছ থেকে ১৯টি আইফোনও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৭টায় মিজানুর রহমান দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর তাকে আটক করে।
মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে। তার বাবার নাম আবু তাহের।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় দুবাই থেকে আসা মিজানুর রহমানের ব্যাগ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার, ১২টি স্বর্ণের চুরি, ১২টি লকেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯টি আইফোনও উদ্ধার করা হয়েছে।
এএস/এমএফও