চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ হাজার দিরহাম এবং ৩০০ আমেরিকান ডলারসহ শারজাগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বিভাগ। জহুর আলম নামে এই যাত্রী শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে নয়টায় এয়ার এরাবিয়ার জি ৯-৫২২ ফ্লাইটে শারজা আরব আমিরাতের শারজা যাওয়ার কথা ছিল। দ্বিতীয় স্ক্যানিং চেকিংয়ের সময় তার ব্যাগে এই মুদ্রা পাওয়া যায়। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের চিকনদন্ডী গ্রামের রুস্তম আলীর ছেলে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিদেশী মুদ্রাপাচার আইনে মামলা করা হচ্ছে।