চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা সাইফুল ইসলাম নামের যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যেগুলোর বাজারমূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা।
বুধবার (১ জুন) সকালে সাড়ে সাতটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।
ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর এ অভিযান চালায় বিমানবন্দরে কাস্টমস শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ডেপুটি কমিশনার মোহাম্মদ সোলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি গোয়েন্দা সূত্র থেকে চট্টগ্রামের লোহাগাড়ার সাইফুল ইসলাম নামের ওই যাত্রীর ফ্লাইট নম্বর, পাসপোর্ট নম্বর, ছবি দেওয়া হয়েছিল। পরে তার শরীর তল্লাশি করে ৩৪ পিস স্বর্ণ বার ও অলংকার পাওয়া যায়। যেগুলোর বাজার মুল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা। কালো ব্যাল্টে কোমড়ে মোড়ানো ছিল বারগুলো।’
তিনি আরও বলেন, ‘সকালে ফ্লাইটটি অবরণের পর আমরা তাকে সিটে বসা অবস্থাতেই আটক করি। পরে তাকে তল্লাশি করে তার কোমড়ে কালো স্কচ টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’
এএস/এমএহক