চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাঁধব্যাগে মিললো আড়াই লাখ দিরহাম

চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহগামী ফ্লাইটের যাত্রী থেকে বিদেশী দিরহাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) ভোর সকালে ৬টা ৩০ মিনিটের ওই যাত্রী কাঁধব্যাগ তল্লাশী করে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৭৩ লক্ষ ১৫ হাজার ১৮০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বিমানবন্দর এনএসআই টিম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান চালায়।

এতে শারজাহগামী যাত্রী কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় দিরহাম বা বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যাত্রীর নাম মোহাম্মদ আলী।

তিনি এয়ার এরাবিয়া জি-নাইন ৫২৭ ফ্লাইটের যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চাদাহার আফজাল নগর এলাকায়।

যাত্রীর কাছ থেকে ৬টি মোবাইল ফোনও পাওয়া যায়। এই যাত্রী ২০২২ সালে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমন করেছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ জানান, যাত্রী কাঁধব্যাগ তল্লাশী করে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন।

উক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm