চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ৫ লাখ টাকার সিগারেট

চট্টগ্রাম বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট শারজাহ থেকে আসা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করলে তাতে ওই সিগারেট পাওয়া যায়।

চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমস শাখা জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইট নম্বর এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২২ এর একজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ২০০ মিনি কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

এ সময় শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডেপুটি কমিশনার (ডিসি) মাইনুল হাসান বলেন, সন্ধ্যা ৭টার দিকে জি ৯৫২২ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করে। ওই ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান মাইনুল হাসান।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm