চট্টগ্রাম বিমানবন্দরে ৬৪পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের এয়ারপোর্ট শাখা। বৃহস্প্রতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় বিমানবন্দরের অভ্যন্তরে রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি গাড়ির থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী আনা-নেওয়ার গাড়িতে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ ঘটনার পর চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। কাস্টম আইন অনুযায়ী দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসসি/সিপি