চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী যাত্রীর ব্যাগে আড়াই কোটি টাকার রিয়াল-দিরহাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল ও দিরহাম উদ্ধার করা হয়েছে।

ওই যাত্রীর নাম জাকির হোসেন। তিনি ঢাকার বংশালের শিক্কাটুলি এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে বিমানের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।

জানা গেছে, জাকির হোসেন ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ করে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।

তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (৩১ টাকা হিসেবে মূল্য ২ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪৪৬ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (৩২ টাকা হিসেবে যার মূল্য ১৪ লাখ ৯৮ হাজার ৮৩৬ টাকা) পাওয়া যায়। এসব বৈদেশিক মুদ্রার মোট বাংলাদেশি মূল্য দাঁড়ায় ২ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ২৪২ টাকা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের পর পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। ওই যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচার কাজে জড়িত।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm