চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে ৯ লাখ ২১ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বাংলা টাকায় যার মূল্য আনুমানিক ২ কোটি ৯০ লাখ টাকার বেশি।
আটক যাত্রীর নাম দুলাল জমাদ্দার। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইট বিএস-৩৪৩ এর যাত্রী দুলাল জমাদ্দারের সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ত্রুরা তাকে অফলোড করেন।
পরে ইউএস বাংলা কর্তৃপক্ষ তাকে তার হ্যান্ড লাগেজসহ বিমানবন্দরের নিরাপত্তা শাখায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত নিরাপত্তা অফিসার যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি সঙ্গে বৈদেশিক মুদ্রা থাকার কথা স্বীকার করেন।
আইএমই/ডিজে