শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ চেক করে ৩১৫ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪১৭ ফ্লাইটে আসেন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা রাশেদুল করীম।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ইন্টারন্যাশনাল অ্যারাইভাল বেল্ট এলাকায় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে। এরপর বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করে ৩১৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এএস/এসএস