চট্টগ্রাম বিমানবন্দরে এবার যাত্রীর ব্যাগেজে ৭৩৬ গ্রাম স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগেজ থেকে ৭৩৬ গ্রাম স্বর্ণ জব্দ করেছে। দরজার কবজার ভিতরে ঢুকিয়ে সুকৌশলে যাত্রীর ব্যাগেজে বহন করা হচ্ছিল এসব স্বর্ণ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সোমবার (৫ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক অ্যারাইভাল বেল্ট থেকে ব্যাগেজটি চিহ্নিত করে। সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির মাধ্যমে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা যৌথ ভাবে এ অভিযান চালায়।

উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরের কাস্টমস শুল্ক গোয়েন্দা জানায়, মোট ৭৩৬ গ্রাম স্বর্ণ যার মূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা। যা সরকারের অনুকুলে জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৪ জুন একই পদ্ধতিতে আনা প্রায় ১ কেজি স্বর্ণ নিয়ে আসেন ফেনীর এক যাত্রী। তাকে আটক করা হয়েছিল।

এএস/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!