চট্টগ্রাম বিমানবন্দরে এইচএমপিভি প্রতিরোধে সতর্কবার্তা

সারাবিশ্বে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমো ভাইরাসের (এইচএমপিভি) প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু ও ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, গর্ভবতী মা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। তাই সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা দরকার।

সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাসমূহ

মাস্ক ব্যবহার করা, হাঁচি-কাশির সময় টিস্যু বা বাহু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত বিনে ফেলা এবং সাবান-পানিতে হাত ধোয়া, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, ঘন ঘন সাবান ও পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা; জ্বর, কাশি, শ্বাসকষ্ট হলে বাড়িতে অবস্থান করা এবং প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm