চট্টগ্রাম বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজিজুর রহমান আজিজকে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আটক করেন। তিনি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

গত রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের হামলা ও সংঘর্ষে আহত হন অন্তত আড়াই শতাধিক মানুষ।

নিউ মার্কেট চত্বরে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের বাধা দিতে এসে গুরুতর আহত হন আজিজুর রহমান আজিজ। তিনি মাথা ও শরীরে আঘাত পান।

আজিজ পরে চট্টগ্রাম নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি হন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা নেন।

২০২২ সালের ৯ মার্চ চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেবাশীষ নাথ দেবু সভাপতি ও আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। এ সময় তার বিরুদ্ধে জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm