চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দাফেরত ওমরা হজের এক মোয়াল্লেমের কাছ থেকে ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বালা জব্দ করা হয়েছে। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।
আটক ওই ব্যক্তির নাম শাহিন আল মামুন। তিনি রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দা।
বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় ওই যাত্রীর কাছে থেকে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
মো. ইব্রাহীম খলিল জানান, সকাল ৮টা ৩৬ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় ওমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুনকে তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণের বালা জব্দ করা হয়। তিনি এসব স্বর্ণালঙ্কার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন।
উদ্ধার স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। মূলত শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ আনছিলেন শাহিন আল মামুন। জব্দকৃত স্বর্ণালঙ্কার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে ও আইনি ব্যবস্থা গ্রহণ চলছে বলে জানান তিনি।
আইএমই/ডিজে