চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হল আটটি স্বর্ণের বার। ২৪ ক্যারেটের এই ৮টি বারের ওজন ৯৩৩ গ্রাম। যার দাম প্রায় অর্ধকোটি টাকা।
সোমবার রাত ১০টায় মোরশেদ নামের এক যাত্রী আরব আমিরাতের শারজা থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫২৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তিনি বেআইনি কিছু বহন করছেন না— একথা জানালে এনএসআইয়ের গোয়েন্দারা তাকে আর্চওয়ে দিয়ে হাঁটান। এ সময় লাল সংকেত পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও এক্স-রের ভয় দেখানো হলে প্রথমে চারটি স্বর্ণের বার মলদ্বারে থাকার কথা স্বীকার করেন। সেগুলো উদ্ধারের পর আবার আর্চওয়েতে হাঁটালে লাল সংকেত আসে। এরপর আরও চারটি স্বর্ণ বার বহন করছেন বলে স্বীকার করেন মোরশেদ ওই যাত্রী।
মোরশেদের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাকে আটক করে বিমানবন্দর কাস্টমসের মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। কাস্টমস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এএস/সিপি