চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন রাঙামাটি ও কক্সবাজার জেলা দল

বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি ও কক্সবাজার জেলা দল। বঙ্গমাতায় (মেয়েদের) রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধুতে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার হাজী শেয়ার আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে উন্নীত হলো।

বুধবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙামাটি জেলাস্থ কাউখালী উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলের বড় ব্যবধানে খাগড়াছড়ি জেলাস্থ সদর উপজেলার ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দলের তিশা তালুকদার সর্বোচ্চ গোলদাতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূজা রাণী দাশ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অন্যদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার জেলাস্থ পেকুয়া উপজেলার হাজী শেয়ার আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চাঁদপুর জেলাস্থ সদর উপজেলার কুমুরুয়া সূর্যরায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হন চাঁদপুর জেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফায়াত হোসেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজার জেলার হাজী শেয়ার আলী সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিজান (২)।

চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন রাঙামাটি ও কক্সবাজার জেলা দল 1
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর বিভাগীয় চ্যাম্পিয়ন রাঙামাটি জেলা দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

ফাইনালের আগে উভয় বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গমাতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ১০-০ গোলের বড় ব্যবধানে ফেনী জেলা দলকে পরাজিত করে। অন্যদিকে, বঙ্গবন্ধুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ওয়াকওভার পেয়ে তৃতীয় স্থান অর্জন করে।

খেলাশেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সুলতান মিয়া।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, বিভাগীয় প্রাথমিক শিক্ষার সহকারী পরিচালক রাশেদা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন মো. আলমগীর, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!