চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন অং সুই প্রু

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক ডা. অং সুই প্রু মারমা।

এছাড়া অং সুই প্রুর স্থলাভিষিক্ত হয়েছেন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তিনি চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন। ওএসডি (সহকারী পরিচালক) হিসেবে এতদিন ছিলেন মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান লেলিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এসব তথ্য জানানো হয়েছে।

ডা. অং সুই প্রু মারমার জন্ম কাপ্তাই চন্দ্রঘোনার পূর্ব কোদালা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৫ তম বিবিএস থেকে নিয়োগপ্রাপ্ত। ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেলে এমবিবিএস ভর্তির সুযোগ পান ১৯৮১ সালে। অস্ট্রেলিয়া থেকে এমপিএইচ ও জাপানের টোকিও থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে উপ পরিচালক হিসেবে যোগদান করেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm