চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ‘বাণিজ্য মেলা’ শেষ হতে বাকি মাত্র একদিন। মেলায় স্টল হোল্ডাররা ব্যস্ত স্টল গুছাতে। আর মেলাকে ঘিরে ডাকাতির প্রস্তুতি নিতে ব্যস্ত ছিল্প একটি চক্র। ডাকাতি করার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় ৬ ডাকাত।
সোমবার (২৫ মার্চ) রাতে আটক করার বিষয়টি মঙ্গলবার কোতোয়ালী থানার ওসি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু প্রকাশ আলা উদ্দিন প্রকাশ হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।
জানা গেছে, নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে একটি চক্র সব সময়ই মেলায় অবস্থান করতো চুরি-ডাকাতির উদ্দেশ্যে। মেলার শেষদিনে ডাকাতির উদ্দেশ্যে চারটি টিপছোরাসহ ৬ যুবক অবস্থান করছিল পলোগ্রাউন্ড মাঠ মেলার সামনে। পুলিশের উপস্থিতি টের পয়ে পালানোর সময় ধরা খায় ৬ যুবক। পুলিশের দাবি তারা ডাকাতি করতে জড়ো হয়েছিল সেখানে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, আটককৃতরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আরএ/এমএফও