চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় ট্রলির ধাক্কায় তড়িৎ বিশ্বাস নামের এক পথচারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানার নিমতলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
ওসি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে নিমতলা এলাকায় ট্রলির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি আটক করা হয়েছে।’
আরএ/ডিজে