চট্টগ্রাম বন্দরে গৃহস্থালি পণ্যের বদলে এলো সিগারেট, ৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

চট্টগ্রাম বন্দরে গৃহস্থালি পণ্যের ঘোষণায় দিয়ে আনা ৭৪০ কার্টন সিগারেট আটক করেছে কাস্টম হাউস। পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে এক কন্টেইনারে করে আসে এই চালান। থাইল্যান্ড থেকে আসা এ চালানে ৭৪০ কার্টনে ৭৪ হাজার শালাকা সংযুক্ত ‘লামার’ ব্র্যান্ডের সিগারেট ছিল। এসব সিগারেটের মূল্য ছিল ১ কোটি টাকা। তবে এই চালানে ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

রোববার (১ ডিসেম্বর) ‘খেয়াতি লেদার ইনোভেশনস বিডি লিমিটেড’র নামে আসা দুবাইয়ে তৈরি এসব সিগারেট আটকের বিষয় নিশ্চিত করে কাস্টম হাউস।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউস এসব সিগারেট আটক করে। এসব সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি, তবে এর বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি।

আরও জানা গেছে, গোপন সংবাদ পাওয়ার পর রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনাসহ সবকিছু বিশ্লেষণ করে। এরপর চালানোর বিপরীতে অসত্য ঘোষণার বিষয়টি ধারণা করে।

রোববার বিকাল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় কন্টেইনারটি ফোর্স কিপ ডাউন করে কায়িক পরীক্ষা শুরু করে এআইআর টিম। কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে ৭৪০ কার্টনে লেমার ব্রান্ডের ন্যানো সিলভার, গ্রে, ব্লু এবং হোয়াইট ফ্লেভারের ৭৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm