জাতিংসংঘের অঙ্গ সংস্থা আইএমও’র পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের একটি প্রতিনিধিদল। আন্তর্জাতিক বন্দরে নিরাপত্তা কর্মসূচি জোরদারের আওতায় ৩ সদস্য বিশিষ্ট ওই প্রতিনিধিদল শনিবার (২৪ আগস্ট) বাংলাদেশে আসবে।
ওই সফরে তারা আইএসপিএস কোড অনুযায়ী বন্দরের নিরাপত্তা জোরদারকরণে চট্টগ্রাম বন্দরের নেওয়া উদ্যোগসমূহ পরিদর্শন করবেন।
রোববার ও সোমবার ওই প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর সহ সংশ্লিষ্ট ৪২ টি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবে।
নিরাপত্তা কর্মসূচি জোরদারের আওতায় ২০১৭ সালের ১১ ও ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে মার্কিন প্রতিনিধিদল।
এসসি/এসএস