চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান।
বুধবার (৭ আগস্ট) নৌবাহিনী সদরদপ্তর থেকে রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি নৌ পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তাকে রোববারের (১১ আগস্ট) মধ্যে চট্টগ্রাম বন্দরে যোগ দিতে বলা হয়েছে।
তিনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের (কমব্যান) কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান এর আগে ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। পরে তাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।
সিপি