চট্টগ্রাম বন্দরের চারপাশে রোপণ হবে ফলদ চারা

বৃক্ষরোপণ কর্মসূচিতে বন্দর চেয়ারম্যান

0

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেছেন, চট্টগ্রাম বন্দরে সব স্থাপনার চারপাশজুড়ে রোপণ করা হবে ফলদ চারা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশের বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানাে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য ।

বুধবার (৩০ জুন) দুপুরে বন্দর ভবন চত্বরে একটি আম্রপালী গাছের চারা রােপণের মধ্যদিয়ে বৃক্ষরােপণ কর্মসূচি উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান।

রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, জাতীয় বৃক্ষরােপণ কর্মসূচির সাথে সংগতি রেখে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অফিস, আবাসিক এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্ট হাউজ ইত্যাদি স্থাপনায় পর্যাপ্ত পরিমাণ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রােপণ করা হবে।

s alam president – mobile

এসময় চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মাে. জাফর আলম, সদস্য (অর্থ) মাে. কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) কমডাের এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডাের মােহাম্মদ মােস্তাফিজুর রহমান সহ বন্দরের বিভাগীয় প্রধানগণ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!