চট্টগ্রাম বঞ্চিত হকার্স (ফেরিওয়ালা) সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) জেলা সমবায় কার্যালয় চট্টগ্রামের পরিদর্শক শাহ এরফানুল হক, আমির হোছাইন ও রিদওয়ানুল হকের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ফলাফল ঘোষণা করা হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব রানা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবিদ হাসান।
ঘোষিত ফলাফল অনুযায়ী সদস্য নির্বাচিত হয়েছেন তিনজন। এরা হলেন— মোহাম্মদ ইসহাক, জসীম উদ্দীন রানা ও মোহাম্মদ মনির উদ্দীন।