চট্টগ্রাম বঞ্চিত হকার্স সমবায় সমিতির নতুন সভাপতি এএম নাজিম

চট্টগ্রাম বঞ্চিত হকার্স (ফেরিওয়ালা) সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) জেলা সমবায় কার্যালয় চট্টগ্রামের পরিদর্শক শাহ এরফানুল হক, আমির হোছাইন ও রিদওয়ানুল হকের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে ফলাফল ঘোষণা করা হয়।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব রানা এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবিদ হাসান।

ঘোষিত ফলাফল অনুযায়ী সদস্য নির্বাচিত হয়েছেন তিনজন। এরা হলেন— মোহাম্মদ ইসহাক, জসীম উদ্দীন রানা ও মোহাম্মদ মনির উদ্দীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm