চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে পিপিই দিল অভিযাত্রিক

করোনাভাইরাসের চিকিৎসায় দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ফৌজদারহাটের চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে অভিযাত্রিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী পিপিই এবং স্যানিটাইজার উপহার হিসেবে প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অভিযাত্রিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহান মোরশেদ খান উপহার সামগ্রীগুলো হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াকে হস্তান্তর করেন।

এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি, স্থানীয় সংগঠন দুর্বার-এর সংগঠক ফাহিম শাহরিয়ার, মো. দুলাল উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm