চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন ফরিদ উদ্দিন চৌধুরী। একইসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুল্লাহ শাহরিয়ার।
বুধবার (১৫ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছেন। কোলকাতা প্রেস ক্লাবের আমন্ত্রণে তারা এই সফর করছেন।
তাদের অনুপস্থিতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকালে তারা ক্লাবের সর্বস্তরের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
ফরিদ উদ্দিন চৌধুরী চ্যানেল আই এবং শহীদুল্লাহ শাহরিয়ার দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।