চট্টগ্রাম প্রতিদিন পাঠক ফোরাম কোতোয়ালী থানা কমিটি গঠনে মতবিনিময়

চট্টগ্রামের প্রথম সারির গণমাধ্যম দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের কোতোয়ালী থানা শাখা পাঠক ফোরাম গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রতিদিন পাঠক ফোরাম কোতোয়ালী থানা কমিটি গঠনে মতবিনিময় 1

শুক্রবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামালখানে চট্টগ্রাম প্রতিদিন অফিসে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডা. প্রত্যয় চক্রবর্তী।

এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৌরভ বিশ্বাস, ফয়সাল বিন ইব্রাহিম, সৌরভ দেবনাথ, ইসরাক দোভাষ, সুজন কান্তি নাথ, মোস্তাফিজুর রহমান, আলভীর রানা, জয় দেববাথ, ওমর বাদশা, সাবলু কান্তি নাথ।

সভায় চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা বলেন, ‘সামাজিক ও মানবিক একটি প্ল্যাটফর্ম চট্টগ্রাম প্রতিদিন পাঠক ফোরাম। সামাজিক দায়বদ্ধতায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংস্থার সেবক হিসেবে কাজ করবে এই ফোরাম। অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও অকৃত্রিম ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে ফোরামের সদসস্যরা।’

সংগঠনের সঙ্গে স্বেচ্ছায় কাজ করতে এগিয়ে আসায় তরুণদের ধন্যবাদ জানিয়ে আয়ান শর্মা বলেন, ‘আপনাদের মানবিক কাজগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm