চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইসমত মর্জিদা ইতির বাবা আর নেই

চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইসমত মর্জিদা ইতির বাবা মজিবর রহমান মারা গেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বগুড়া জেলার কাহালু থানার লোকনাথপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মজিবুর রহমানের মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

তিনি চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মজিবুর রহমানের মেয়ে সাংবাদিক ইসমত মর্জিদা ইতি বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাবা অসুস্থ ছিলেন। আজ সকালে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বাবার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চাই। জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।’

Yakub Group

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার ও প্রকাশক আয়ান শর্মা।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!