‘চট্টগ্রাম মেডিকেলের করোনা ওয়ার্ডে টাকার খেলা, অবহেলায় মারা যাচ্ছে বিপুল রোগী’ শিরোনামে শনিবার (৩১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) কর্তৃপক্ষ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে জানানো হয়, ‘প্রকাশিত সংবাদটি সর্বৈব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ এর মহামারীকালে যে সকল স্বাস্থ্যসেবা কর্মী জীবনবাজি রেখে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন এ মিথ্যা ও উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশিত হওয়ায় তাদের মনোবলে দারুণভাবে আঘাত করেছে।’
প্রতিবাদপত্রে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এরকম অসত্য, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।