চট্টগ্রাম প্রতিদিনের রাঙ্গুনিয়া প্রতিনিধি মতিনের মা আর নেই

0

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের রাঙ্গুনিয়া প্রতিনিধি এমএ মতিনের মা মর্তুজা বেগম আর নেই। বার্ধক্যজনিত কারণে রোববার (৪ জুন) ভোর সাড়ে ৪টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের মরহুম মনির আহমদের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার জোহর নামাজের পর স্থানীয় বায়তুস সালাত জামে মসজিদ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মুন্সীবাড়ি কবরস্থানে দাফন করা হবে।

s alam president – mobile

এমএ মতিনের মায়ের মৃত্যুতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার এবং উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা গভীর শোক জানিয়েছেন।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!