চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি হাসান আকবরী, সম্পাদক সোবহান

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চৌধুরী হাসান মাহমুদ আকবরী সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক।

এছাড়াও অনুপমা বিশ্বাসকে সহ-সভাপতি, আবদুচ সোবহানকে সাধারণ সম্পাদক ও কামাল উদ্দিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পটিয়া কার্যালয়ে ৩১ তম বার্ষিক সাধারণ সভায় তাদের নির্বাচিত করা হয়।

দুপুরে ৩১ তম বার্ষিক সাধারণ সভা মূলতবীর পর সমিতির সদর দপ্তরে সমিতি বোর্ডের বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ওই বিশেষ বোর্ড সভায় সমিতি বোর্ডের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য শেখ নুরনবী জিন্না সহকারী পরিচালক পল্লী বিদ্যুৎ সমিতি (দক্ষিণাঞ্চল) অস্থায়ী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনায় তাকে সহযোগিতা করেন চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম মো. আবু সুফিয়ান ও জি. এম. তোফায়েল আহমেদ।

সভায় সমিতি বোর্ডের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজ সিকদার, নাজিম উদ্দীন চৌধুরী, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, চৌধুরী হাসান মাহমুদ আকবরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, আবদুচ সোবহান, কামাল উদ্দিন, এস এম আশরাফ উদ্দিন কাজল, দিদারুল হক, খালেদ চৌধুরী, কহিনুর আকতার, ইনসানা নাসরিন চৌধুরী ও অনুপমা বিশ্বাস প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm