চট্টগ্রাম নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল

জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোশারফ হোসেন দিপ্তী গ্রেপ্তার হওয়ায় তার স্থলে সাংগঠনির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে একই শাখার যুবদলের সহ সভাপতি ইকবাল হোসেনকে।

রোববার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

s alam president – mobile

এর আগে গত ১৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন।

এমএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!