বাংলাদেশ পুলিশের এসপি (পুলিশ সুপার) ২১৫ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এই কর্মকর্তারা এ বছরের বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে আগের পদেই (অতিরিক্ত পুলিশ সুপার) চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। এতে দেখা গেছে, চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) থাকা বেশ কয়েকজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একসঙ্গে পদোন্নতি পেয়েছেন উপ-পুলিশ কমিশনার হিসেবে। এদের প্রায় সকলেই সিএমপিতেই থাকছেন। বান্দরবান ও লালমনিরহাট থেকেও উপ-পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রামে আসছেন আরও দুজন। অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) চট্টগ্রাম জেলা ও মেট্রোর প্রধান দুটি পদেই এসেছে পরিবর্তন।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বেগম নাইমা সুলতানার কর্মস্থল বদলি হলেও থাকছেন চট্টগ্রামেই। তিনি পেয়েছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিআইবি) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপারের দায়িত্ব। অন্যদিকে সিএমপির বর্তমান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান (বিপি-৭৬০৫১২১৫৪৬) পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার।
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ (বিপি-৭৪০৫১১৬১৬৬) পদোন্নতি পেয়ে চট্টগ্রাম মেট্রোর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন।
চট্টগ্রাম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার অনিন্দিতা বড়ুয়া (বিপি-৭৫০৫১১৯১৮৫) পদোন্নতি পেয়ে হলেন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার।
চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম (বিপি-৭১০৫১০১৯৪২) বদলি হয়ে চলে যাচ্ছেন সিলেটে। সিলেট রেলওয়ে জেলার সুপার হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ (বিপি-৭৩০৫০২৮৬৮২) পদোন্নতি পেয়ে বদলি হয়ে আসছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপি-৭৮০৬১১৯৭২৯) পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান (বিপি-৭৯০৬১১৯৭৭০) পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন (বিপি-৭৮০৫১০৪৩৮৪) পদোন্নতি পেয়ে হলেন সিএমপিরই উপ-পুলিশ কমিশনার।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ পদোন্নতি পেয়ে হয়েছেন সিএমপিরই উপ পুলিশ কমিশনার।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন (বিপি-৭৯০৫১১৭০৩৭) বদলি হয়ে উপ-পুলিশ কমিশনার হিসেবে আসছেন চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি)।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম (বিপি-৭৮০৬১১২৩৬৮) পদোন্নতি পেয়ে উপ-পুলিশ কমিশনার হিসেবে থাকছেন সিএমপিতেই।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা (বিপি-৭৭০৬১২২৩১৬) পদোন্নতি পেয়ে উপ-পুলিশ কমিশনার হিসেবে থেকে যাচ্ছেন সিএমপিতেই।
লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন (বিপি-৭৭০৬১১০৭৪৫) বদলি হয়ে আসছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল (বিপি-৮০০৬১১৭৩৬২) রাজশাহী মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন।
সিপি