চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ ডিসেম্বর হচ্ছে না

আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম নগরের ওয়ার্ড ও থানা সম্মেলনের পর নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ সময় আ জ ম নাছির বলেন, ওয়ার্ড ও থানা সম্মেলনের পর আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সম্মেলন নিয়ে কথা হয়েছিল। তিনি বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এর আগে থানা ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন হয়ে যাবে।

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর মহাসমাবেশের পর সোমবার (৫ ডিসেম্বর) নগর আওয়ামী লীগে প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে নগরের ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের সময় নির্ধারিত হলেও পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের কারণে তা স্থগিত হয়ে গেছে।

Yakub Group

গত ৯ নভেম্বর চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথসভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভার কারণে ৪ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে।

এ সময় ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তিনি। এবার ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনও স্থগিত করা হলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলিম উদ্দিন আহমেদ, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!