চট্টগ্রাম নগরে পৃথক অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বায়েজিদের আতুরার ডিপোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর দায়ে এক হোটেল মালিক জরিমানা করা হয়েছে। এছাড়া বাকলিয়ার শাহ আমানত সেতু সংযোগ সড়কে রাস্তা দখল করে ব্যবসায় করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল থেকে এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

মারুফা বেগম নেলী বলেন, ‘নগরীর আতুরার ডিপো এলাকার বার আউলিয়া হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির এবং বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে শাহ আমানত সেতু সংযোগ সড়কে শাহ আমানত ওয়ার্কশপের মালামাল রাস্তার ওপর রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আরেক এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm