চট্টগ্রাম নগরের ৪১ ওয়ার্ডে নাগরিক সেবা দেবেন সিটি কর্পোরেশনের ১৩ কর্মকর্তা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডে জাতীয়তা সনদ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ ইস্যুসহ নাগরিক সেবা নিশ্চিতে সংস্থাটির ১৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পরিবারিক সনদসহ অন্যান্য সনদও প্রদান করতে পারবেন।

সোমবার (৭ অক্টোবর) সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরে অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে আরও জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসসমূহের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা, বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট বিষয়াবলি তদারকি করবেন।

মঙ্গলবার থেকে অফিস আদেশটি কার্যকর হবে বলে জানানো হয়েছে চিঠিতে।

এর মধ্যে সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনকে ২৪, ২৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড; আইন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামকে ১৬, ১৭ ও ২০ ওয়ার্ড, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তারকে ৩১, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীকে ৯, ১০, ১১, ১৩ ও ২৬ নম্বর ওয়ার্ড, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন ফেরদৌসীকে ১৮, ১৯, ২২, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীকে ২১, ২৩, ২৫, ২৮ ও ৩৬ নম্বর ওয়ার্ড, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড, নির্বাহী ম্যাজিস্ট্রট চৈতী সর্ববিদ্যাকে ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ১২ ও ৩৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm