চট্টগ্রাম নগরের সাবেক কাউন্সিলরদের সঙ্গে পুলিশ কমিশনারের সৌজন্যসাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় সাবেক কাউন্সিলররা নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, ফুটপাতের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবধরনের স্থাপনায় গাড়ী পার্কিংয়ের স্থান নির্ধারণ করার দাবি জানান।

এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যে সব স্থাপনায় উন্মুক্ত পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলো উচ্ছেদ করার দাবিরও জানান।

নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদ, দেওয়ানহাট, নিউ মার্কেট, লালদীঘি, মুরাদপুর, ফোইল্যাতলি বাজারে রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা। ২০১৪ সালের আগে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় থানা আইন শৃঙ্খলা কমিটিতে সংযুক্ত করার আহ্বান জানান তারা।

ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সংযুক্ত করায় পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান সাবেক কাউন্সিলররা।

পুলিশ কশিনার সাবেক কাউন্সিলরদের নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সাবেক কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন—নিয়াজ মোহাম্মদ খান, আবুল হাশেম, এমএ মালেক, মোহাম্মদ তৈয়ব, সামশুল আলম, মো. হাসান মুরাদ, মুহাম্মদ হাসান লিটন, মোহাম্মদ ইসমাইল বালি, দিদারুল আলম লাভু, মোহাম্মদ সেকান্দর, ডা. আবছার উদ্দিব, জয়নাল আবেদিন, মনোয়ারা বেগম মনি, জেসমিন খানম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm