চট্টগ্রাম নগরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের স্টেডিয়ামের আশপাশ এলাকায় আগামীকাল ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বুধবার (২১ ডিসেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান

২২ ডিসেম্বর, বৃহস্পতিবার

সকাল ৭টা থেকে বিকাল ৩টা : বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়াম এর আওতাধীন স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বাকলিয়া-রহমতগঞ্জ। তবে স্টেডিয়াম এলাকায় ব্যাকআপ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে।

সকাল ৭টা থেকে বিকাল ৩টা : বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়াম এর আওতাধীন বাকলিয়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভির এইচ-৬ নম্বর ফিডারের আওতায় ডিসি রোড, মৌসুমি মোড়, বগার বিল, শিশু কবরস্থান এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে দ্রুত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm