চট্টগ্রাম নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) রাত ১টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরাজ মিয়া, মো. শান্ত ও বাপ্পী। সবাই ২০ বছরের তরুণ।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার আচার্য্য জানান, গ্রেপ্তারকৃত ৩ জনের কাছ থেকে ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে। পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাস্তা অন্ধকার হওয়ায় সেখানে বসে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। কোতোয়ালী থানার একটি টিম খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।

জেএস/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm