চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে একেখান মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাজ্জাদ (৩৬)। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের পুত্র।
আহতের নাম মাহমুদ (৪০)। তিনি নগরের বন্দর এলাকার নুরুল ইসলামের পুত্র। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘পাহাড়তলী থানার একেখান এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। তার মধ্যে মো. সাজ্জাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে আহত ব্যক্তির চিকিৎসা চলছে।’
এমএ/এমএফও